বলিউডের জনপ্রিয় অভিনেতা ভিকি কৌশল সম্প্রতি নিজের জীবনদর্শন ও ব্যক্তিত্ব গঠনের মূলে থাকা শিক্ষার কথা জানালেন। তিনি জানান, পরিশ্রম আর বিনয়কে তিনি জীবনের সবচেয়ে বড় শক্তি মনে করেন। ভিকির ভাষায়, পরিশ্রম মানুষকে এগিয়ে নিয়ে যায়, আর বিনয় তাকে মানুষের হৃদয়ে জায়গা করে দেয় এ দুটি গুণ একে অপরের পরিপূরক।
অভিনেতা আরও বলেন, তাঁর বাবা মা ছোটবেলা থেকেই শিখিয়েছেন, মানুষ যত বড়ই হোক, নিজের শেকড় ভুলে গেলে সব অর্জনই মূল্যহীন হয়ে যায়। কোথা থেকে এসেছেন, কোন পথ পাড়ি দিয়ে আজকের জায়গায় পৌঁছেছেন এই স্মৃতি তাঁকে সবসময় সংযত ও বাস্তবতার ভেতরে রাখে।
ভিকি কৌশল জানান, তাঁর সাফল্যের পেছনে রয়েছে এই পারিবারিক শিক্ষা, যা তাকে প্রতিদিন নতুন করে শিখতে এবং নিজের অবস্থানকে বিনয়ের সঙ্গে গ্রহণ করতে সাহায্য করে। বলিউডে প্রতিষ্ঠিত একজন শিল্পী হয়েও তিনি মনে করেন, নিজের অতীতকে স্মরণ না করলে ভবিষ্যৎ তৈরি করা যায় না।
তাঁর এই মন্তব্য আজকের তরুণ প্রজন্মের জন্যও এক গুরুত্বপূর্ণ বার্তা সাফল্যের পথে যতই এগিয়ে যাওয়া হোক, মানুষ হিসেবে বিনয়ী থাকা এবং নিজের পরিচয় ও শেকড়কে সম্মান করা সবচেয়ে জরুরি।
এমকে/টিকে