শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। সেসময় তাকে ঘিরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে গুজব। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করে অভিনেতার পরিবার।
এদিকে সুস্থ হয়ে উঠছেন ধর্মেন্দ্র, এরপর বাড়িতে ফিরেছেন ধর্মেন্দ্র। যা নিয়ে আপাতত স্বস্তিতে পরিবারের লোকজন এবং অনুরাগীরা।
এদিকে আগামী ৮ ডিসেম্বর অভিনেতার ৯০তম জন্মদিন। আর তাই বিশেষ এই দিনকে ঘিরে গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা চলছে বলে জানা গেছে। ইতিমধ্যে তার স্ত্রী হেমা মালিনী সে প্রস্তুতিও নাকি শুরু করে দিয়েছেন।
গত ২ নভেম্বর, ধর্মেন্দ্র-হেমার মেয়ে এশা দেওলের জন্মদিন ছিল। বাবার অসুস্থতার মাঝে নিজের জন্মদিন পালন করা হয়নি তার।
ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী মাসে একই সঙ্গে বাবা ও মেয়ের জন্মদিন পালন করা হবে। জোড়া জন্মদিন, তাই আয়োজনে কোনো খামতি রাখতে চান না হেমা।
শুধু এলাহি খাওয়াদাওয়াই নয়। পরিবার ছাড়াও ঘনিষ্ঠ বৃত্তের অনেকেই নাকি থাকবেন আমন্ত্রিতদের তালিকায়।
এবি/টিকে