বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহিদুল আলম বলেছেন, আমরা নারীদের সমান অধিকারের কথা বলি। তবে বলা ও করার মধ্যে সামঞ্জস্য থাকে না। ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো নারী অধিকার নিয়ে অনেক ইতিবাচক কথা বললেও বাস্তবে তা উল্টো কাজ করছে। এর কারণ আমাদের ভাবতে হবে।
শনিবার (১৫ নভেম্বর) রাজধানীর বিজ মিলনায়তনে 'গণতন্ত্র বিনির্মাণে নারী: আমরা কী পেলাম' শীর্ষক এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের ওপর অনেক বিশ্বাস ও আশা ছিল। তবে নারী কমিশনের ওপর অবমাননাকর বক্তব্যের পর সরকারের শক্ত অবস্থান না থাকা দুঃখজনক। এ সময় নারীর ক্ষমতায়ন না হলে দেশে মৌলিক পরিবর্তন আসবে না
অধ্যাপক সামিনা লুৎফা বলেন, নারীদের আবারও ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলার চেষ্টা চলছে। বিশ্বজুড়েই নারী-পুরুষ সবারই শ্রমঘণ্টা কমানো ও অবসর নিয়ে আলোচনা হচ্ছে। তবে শুধু নারীর শ্রমঘণ্টা কমানোর কথা বললে তার উদ্দেশ্য নিয়ে গবেষণা প্রয়োজন। এ সময় ৫ ঘণ্টার কম কাজ করলে অনেক কোম্পানি নারীকে নিয়োগ দিতে চাইবে না বলেও মন্তব্য করেন তিনি।
এমকে/টিকে