ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি ও উমপাড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয়ে দুই পথচারী নিহত হয়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে দোগাছি এলাকায় অ্যাম্বুলেন্সচাপায় অজ্ঞাত পরিচয়ে একজনের ও রাত সাড়ে ৭টার দিকে মোটরসাইকেল চাপায় আরেক পথচারীর মৃত্যু হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ার আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অ্যাম্বুলেন্সটি চালকসহ আটক করে হাসাড়া হাইওয়ে ফাঁড়িতে নেয়া হয়েছে। মোটরসাইকেলটিও জব্দ করেছে পুলিশ।