রাজবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আবু বককার খানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আবু বককার ওই এলাকার করম আলীর ছেলে।
জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং অন্য অঙ্গ সংগঠনের সক্রিয় সদস্যরা লকডাউন কর্মসূচি বাস্তবায়নে গত ১০ নভেম্বর দিবাগত রাতে সদর উপজেলা বানীবহ ইউনিয়নের রথখোলা গ্রামে রাতের আঁধারে মিছিল বের করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে এসময় চারজনকে আটক করে। পরে পুলিশ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১৫/২০ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৭(৩)/৮/৯(৩)/১০/১১ ধারায় মামলা দায়ের করেন।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম বলেন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বককার খানকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
ইউটি/টিএ