সংক্ষিপ্ত সফর শেষে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। শনিবার (১৫ নভেম্বর) দিনগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি। এর আগে গত বুধবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ত্যাগ করেন তিনি।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজকে।
তখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এসএস (ইমিগ্রেশন) জানায়, ‘ভ্রমণরোধ’ নির্দেশনা থাকায় সোহেল তাজকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি। পরে হাইকোর্টের আদেশ নিয়ে দেশত্যাগ করেন তিনি।
ইউটি/টিএ