বরিশালের আগৈলঝাড়ায় কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হওয়া পূজা দাস নামের এক তরুণীর সন্ধান মিলছে না ছয় দিন ধরে। ভুক্তভোগী পরিবার থানায় সাধারণ ডায়েরিও করেছেন। পরিবারের দাবি, তার নিখোঁজ হওয়ার মধ্যে রহস্য রয়েছে।
এদিকে পুলিশের কাছে ওই তরুণী বার্তা পাঠিয়ে জানিয়েছেন, আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি।
যদিও নিখোঁজের ৬ দিন পেরিয়ে গেলে তরুণীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তাদের দাবি-প্রেমিকের হাত ধরে নিখোঁজ হতে পারে পূজা। বিষয়টি ওই তরুণীই পুলিশকে নিশ্চিত করছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার ওসি মো. অলিউল ইসলাম। তার পরও তরুণীকে উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।
নিখোঁজ ছাত্রীর ভাইয়ের করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে, গত ৯ নভেম্বর সকাল ৭টা ১০ মিনিটে বরিশাল নগরীতে কলেজে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন পূজা দাস। এরপর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। সম্ভাব্য জায়গাগুলোয় খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।
তদন্ত কর্মকর্তা আগৈলঝাড়া থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম বলেন, “তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তদন্ত শুরুর পরপরই তার হোয়াটসঅ্যাপ নম্বরে একটি বার্তা আসে। বার্তায় লেখা ছিল, ‘আমাকে খুঁইজেন না। আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আছি এবং ভালো আছি।’”
তিনি বলেন, ‘যেই নম্বর থেকে তদন্ত কর্মকর্তাকে মেসেজ দেওয়া হয়েছে সেটা বন্ধ থাকায় ট্র্যাকিংও করা সম্ভব হচ্ছে না।
আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে তথ্য চেয়েছি। বিশেষ কৌশলে তার অবস্থান শনাক্ত করার চেষ্টা চলছে। আমরা তার খুব কাছেই পৌঁছেছি। আপাতত এতটুকু নিশ্চিত করতে পারছি যে মেয়েটি ভালো আছে। খুব শিগগির তাকে উদ্ধার করা যাবে। আর উদ্ধার করতে পারলে তার নিখোঁজের সঠিক কারণ জানা যাবে।’
টিজে/এসএন