টেলিভিশন ও চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু সন্তান প্রতিপালন নিয়ে এক বিতর্কিত মন্তব্য করে সামাজিক মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন। তিনি ‘আধুনিক’ প্যারেন্টিং-এর ধারণার বিপরীতে নিজের দৃঢ় বিশ্বাস প্রকাশ করেছেন। অঞ্জনা বসু সোজাসাপ্টা বলেছেন, সন্তানকে মানুষ করার ক্ষেত্রে তিনি সমালোচনার কোনো চিন্তা করেন না। তাঁর মতে, প্রয়োজন হলে শাসনের কঠোর রূপও গ্রহণ করা যায়।
তিনি বলেন, "কে কি বলল, কিচ্ছু যায় আসে না।" বিশেষ করে তাঁর মন্তব্যের সবচেয়ে আলোচিত অংশ হলো, "প্রয়োজন হলে ছেলেকে মারতেও হয়।" বর্তমান সময়ে শারীরিক শাস্তি নিয়ে বিশ্বজুড়ে যখন নানান প্রশ্ন ওঠে, তখন এ ধরনের উক্তি অনেককেই চমকে দিয়েছে।
অঞ্জনা বসুর যুক্তি, তাঁর সন্তানের আচরণ ও মূল্যবোধের পুরো দায়ভার তাঁর ওপর। তিনি বলেন, "আমারই তো সন্তান। মানুষ হলে আমার সন্তানই মানুষ হবে। বিগড়ে গেলে আমারই বিগড়বে।" এই কথার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে, সন্তানের ভালোর জন্য প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিতেও তিনি দ্বিধা করবেন না।
এবারের মন্তব্যের পর থেকে নেটিজেনরা দুই দলে বিভক্ত। অনেকে মনে করছেন, অভিভাবকের ন্যায়পরায়ণতার প্রকাশ, আবার অনেকে বিতর্কিত ও অপ্রচলিত মনে করছেন। যদিও দর্শকরা তাঁর চলচ্চিত্র ও ধারাবাহিকের জন্য প্রশংসা জানিয়ে আসছেন, এবার ব্যক্তিগত মতামতকে কেন্দ্র করে আলোচনার নতুন দিক তৈরি হয়েছে।
অঞ্জনা বসুর এই মন্তব্য একটি বড় বার্তা দিয়েছে সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজন হলে কঠোরতা অবলম্বন করাই হতে পারে অভিভাবকের কর্তব্য।
আরপি/টিকে