ধানমণ্ডি ৩২ ধুলোয় মিশিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে প্রশ্নের মুখে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাউদ্দিন আম্মার।
এক ফেসবুক পোস্টে আম্মার লিখেছেন, ‘ধানমণ্ডি-৩২ সুরক্ষায় সেনাবাহিনী অবস্থান করছে কোন পিরিতির কারণে? ছাত্র-জনতাকে বাধা দিচ্ছে তারা এবং বুলডোজার ঢুকতে দিচ্ছে না। শাহবাগ, টিএসসিসহ যেখানে যারা আছেন- শিবির, দল, ইনকিলাব মঞ্চ সবাই ধানমণ্ডি-৩২-এর দিকে যান। আজকেই ধুলোয় মিশিয়ে দিন ফেরাউনের পিরামিড।
আরেকটা কথা মনে করিয়ে দিই - আজ হাসিনার বিবাহবার্ষিকী, আজকেই এই ফেরাউনের ফাঁসির রায় চাই।
আহবান জানালেও আম্মার নিজেই আসেন না, এমন প্রশ্ন তুলেছেন একজন জুলাইযোদ্ধা। নুসরাত জাহান নামের ওই জুলাইযোদ্ধা আম্মারের উদ্দেশে বলেন, ‘কেন রে ভাইয়া? আগেরবার তুমি কি ছিলে ৩২ যখন ভাঙ্গে? তুমি কি জানো আগেরবার যারা গেছে সবার লিস্ট হইছে? ইমরানের যে জয় এর পেজ থেকে পোস্ট আসছে সন্ত্রাসী নামে? ও কি সেইফ এখন?’
তিনি আগে নেতাদের উপস্থিত হতে বলেছেন। এ বিষয়ে নুসরাত বলেন, ‘খালি পোস্ট করে জনগণকে এসবে না টানলেই হয় না? তোমরা বড় মানুষ বড় নেতা কিন্তু সাধারণ জনগণ আবেগে পরে তুমাদের কথায় গিয়ে , আওয়ামী লীগের লিস্টে নাম তুললে পরে তুমাদের পাওয়া যাবে তো? আগে তুমরা যারা নেতারা আছো ৩২ এ উপস্থিত হও ভাইয়া তার পর সবাইকে ডাকো।
সবার আগে আমি আসব ৩২ এর পাশেই বাসা আমার।’
তবে আম্মার বলেছেন, ‘জয় আর আওয়ামী পেইজে সবচেয়ে বেশি নাম আছে আমার সো এইসব আবেগ আমাকে দেখিয়ে লাভ নাই। ধানমন্ডি-৩২ রাখা যাবেনা এটা ক্লিয়ার কথা, সময়ের সাহসী সন্তানরাই সেখানে যাবে।’
টিকে/