মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের যে সাজা দিয়েছে সেটি তারা যেদিন গ্রেপ্তার হবেন সেদিন থেকে কার্যকর হবে।
এমনটা জানালেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
একই সঙ্গে সরকার শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রায় ঘোষণার পর অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, মামলায় দুজন আসামিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
আর একজন রাজস্বাক্ষী হওয়ায় সার্বিক বিষয় বিবেচনা করে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। শেখ হাসিনার বিরুদ্ধে থাকা পাঁচটি অভিযোগের মধ্যে তিনটিতে সাজা কার্যকর হয়েছে। এ রায়কে যুগান্তকারী হিসেবে উল্লেখ করেছেন আসাদুজ্জামান।
তিনি বলেন, এটি শুধু সংশ্লিষ্টদের জন্য নয়, বরং বাংলাদেশে ন্যায়বিচার ও আইনের শাসনের জন্যও মাইলফলক হিসেবে কাজ করবে এবং দেশের বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করবে।
এমআর/টিকে