বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল’। আর এ মঞ্চে এবারের আসরে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন মডেল ও অভিনেত্রী জেসিয়া ইসলাম। সেরার দৌঁড়ে এগিয়ে যেতে তাই বাংলাদেশের নাগরিকদের কাছে ভোট চেয়েছেন তিনি।
মিস ইন্টারন্যাশনাল ২০২৫-এর আসর এবার টোকিওতে শুরু হয়েছে। দিন গড়ানোর সাথে সাথে জমে উঠেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই সৌন্দর্য প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা।
এ মঞ্চে সেরার লড়াইয়ে লড়তে প্রাথমিক ধাপে সেরা ২০ সুন্দরীর একজন হয়ে উঠতে চান জেসিয়া। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তায় জেসিয়া বলেন,
হ্যালো, আমি জেসিয়া ইসলাম আপনাদের ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’। আমি আপনাদের সাপোর্টেই আরও একটু এগিয়ে যেতে পারি। টপ টুয়েন্টিতে জায়গা করে নিতে পারি।
জেসিয়া আরও বলেন,
আমাকে সাপোর্ট করার জন্য ‘মিস ইন্টারন্যাশনাল’ অ্যাপ ডাউনলোড করুন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোটিং কাউন্ট হবে আর প্রথম ভোট সবার জন্য ফ্রি। তাই আপনার পরিবার ও বন্ধুমহলকেও উৎসাহিত করুন ভোট প্রদানের জন্য। কারণ জিতলে শুধু আমি জিতবো না, জিতবে পুরো বাংলাদেশ। আমি আশা করবো, সবাই আমাকে সাপোর্ট করবেন, বিশ্ব দরবারে বাংলাদেশকে আরেকটু এগিয়ে নিতে। সবাইকে ধন্যবাদ।
‘মিস ইন্টারন্যাশনাল’-এ মঞ্চে প্রতিযোগী হওয়ার আগে কম্বোডিয়া ও থাইল্যান্ডে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ নেন জেসিয়া। বিশ্বের ৭০ জন প্রতিযোগীর সঙ্গে লড়াই করে সেরার মুকুটটি জিততে না পারলেও চমৎকার পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়েন তিনি।
দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন পথশিশুদের পুনর্বাসন ও শিক্ষার সুযোগ নিশ্চিত করতে। সামাজিক দায়িত্ববোধ আর মানবিকতার বিষয়টি তার যাত্রাকে দিয়েছে আরও গাঢ়তা। বাংলাদেশে গণ-অভ্যুত্থানের সময়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
প্রসঙ্গত, বিশ্বে নারীদের বড় চার আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা (দ্য বিগ ফোর) মিস ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, মিস ইন্টারন্যাশনাল এবং মিস আর্থ। তাই ‘মিস ইন্টারন্যাশনাল’ মঞ্চে নিজেকে ও বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চান জেসিয়া। আগামী ২৭ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড।
এসএন