পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা অনুসরণ করে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে ব্যয় হবে ৪৮৯ কোটি ৮৮ লাখ টাকা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮ এর বিধি-৮৫(৩) (ক) [পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫ এর বিধি-১০৫ (৩) (ক) অনুযায়ী আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়া অনুসরণ করে সিঙ্গাপুরের বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড থেকে এক কার্গো (২৭-২৮ ডিসেম্বর) ২০২৫ সময়ের জন্য ৪৯তম) এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।
এতে ব্যয় হবে ৪৮৯ কোটি ৮৮ লাখ ১২ হাজার ২৬২ টাকা ৪০ পয়সা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১১.৬৪ মার্কিন ডলার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে এই অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
এলএনজি ছাড়াও সভায় চাল ও কয়েক ধরনের সার আমদানির অনুমতি দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।
এসএস/এসএন