ওপার বাংলার টেলিভিশন জগতের আলোচ্য ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এর নায়ক জীতু কমল এবং নায়িকা দিতিপ্রিয়া রায়ের মধ্যেকার দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি ধারাবাহিকের শুটিং ও ভবিষ্যৎ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় প্রযোজনা সংস্থার উদ্যোগে। প্রায় দু’ঘণ্টা চলা বৈঠকেও দু’জনের মধ্যে সমাধান বের করা সম্ভব হয়নি।
শোনা যাচ্ছে, জীতুর অভিযোগ রয়েছে যে শুটিং সেটে দিতিপ্রিয়া তার সঙ্গে সঠিক সহযোগিতা করেন না। হাসপাতালে থেকে ফিরেই শুটিংয়ে যোগ দিয়েও এই পরিস্থিতি বদলায়নি। জীতু আগে উপস্থিত হলেও দিতিপ্রিয়া পরবর্তী সময়ে আসেন, এমনকি ঘনিষ্ঠ দৃশ্যে জীতুকে ছুঁতে দেবেন না বলে দাবি করেছেন। এই কারণে ধৈর্য হারিয়ে জীতু ফ্লোর ছাড়েন এবং পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পুরো ঘটনা।
জীতুর পোস্টের পর সামাজিক মাধ্যমে দিতিপ্রিয়ার সমালোচনা ও বয়কটের ডাক শুরু হয়েছে। ইতিমধ্যে ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে দর্শক ও ভক্তদের মধ্যে প্রশ্নের সৃষ্টি হয়েছে। প্রযোজনা সংস্থা বা নায়কের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। যদিও দ্বন্দ্বের সূত্রপাত আগের দিন থেকেই, সাম্প্রতিক ঘটনাগুলো এই বিষয়কে আরও তীব্রতা দিয়েছে।
এই ঘটনায় স্পষ্ট হয়ে গেছে, অভিনয় জগতে ব্যক্তিগত মনোমালিন্যও ধারাবাহিকের সফলতা ও শুটিংয়ের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, পরবর্তী কী হবে সেই উত্তরের জন্য।
আরপি/এসএন