সংগীতশিল্পী জুবিন গার্গের বিদায় এখনো মেনে নিতে পারছেন না তার স্ত্রী, এমনকি অনুরাগীরাও। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রয়াত এই শিল্পীর ৫৩তম জন্মদিন।
এদিন তাকে আবেগভরা বার্তায় স্মরণ করলেন তার স্ত্রী গরিমা গার্গ। নিজের ইনস্টাগ্রামে কয়েকটি ছবি শেয়ার করে গরিমা জানান, স্বামীর অনুপস্থিতি কতটা কষ্টের এবং তাকে কতটা মিস করছেন!
পোস্টে তাদের দাম্পত্য জীবনের স্মৃতির নানা মুহূর্ত তুলে ধরেন গরিমা।
এরপর তিনি লিখেছেন, জীবনের পথচলায় জুবিনের সঙ্গে কাটানো সময়, তৈরি করা স্মৃতি ও গভীর বন্ধন আজ তাকে আরো বেশি মনে করিয়ে দিচ্ছে।
ভারতের সংগীত জগতে, বিশেষ করে অসমিয়া সংস্কৃতিতে তার অসামান্য অবদানের জন্য পরিচিত ছিলেন জুবিন গার্গ। পাশাপাশি তিনি হিন্দি ও বাংলা চলচ্চিত্রেও গান গেয়েছেন।
প্রয়াত গায়কের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত মাসে গুয়াহাটির একটি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত চলচ্চিত্র ‘রই রই বিনালে’।
ছবিটি মুক্তির পর তুমুল সাড়া পায়। জুবিনের ভক্তরা এটি দেখতে প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়েন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে জুবিন গার্গের মৃত্যু হয়। যেখানে তিনি একটি শোতে অংশ নিতে গিয়েছিলেন।
তার মৃত্যুর ঘটনাটি তদন্তে নেমেছে আসাম সরকার। মামলাটি তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করা হয়েছে। এখন পর্যন্ত গায়ক জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, ব্যান্ডমেট জ্যোতি গোস্বামী, সহ-গায়িকা অমৃতপ্রভা মহন্ত, তার চাচাতো ভাই সন্দীপন গার্গসহ মোট সাতজনকে গ্রেপ্তার করে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে।
এসএন