পটুয়াখালীর গলাচিপায় নিজ আসনের জনগণের উদ্দেশ্যে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, যারা চাঁদাবাজি করে মানুষকে জিম্মি করে টাকা নিচ্ছে। তরমুজের ট্রলি ব্যবহার, ঘাট ব্যবহার কিংবা জেলেদের মাছ ধরা এসব অজুহাতে চাঁদাবাজি ও দালালি করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। এই অন্যায় ব্যবস্থার হাত থেকে আমরা মানুষকে মুক্তি দিতে চাই।
মঙ্গলবার বিকেল ৩টায় দশমিনা উপজেলার দশমিনা হাই স্কুল মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, এসব কারণেই আমি ঢাকায় একটি দলের প্রধান হিসেবে জাতীয় পরিচিতি ও অবস্থান থাকার পরও সেখানে নির্বাচন না করে, দায়বদ্ধতা ও এ এলাকার মানুষের প্রতি ভালোবাসা থেকে এই আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের দোয়া ও ভালোবাসা চাই।
তিনি আরও বলেন, আমি পুলিশ, প্রশাসন বা সরকার কাউকেই তোয়াক্কা করিনি। সত্য যা, তা-ই বলেছি এবং মানুষের পক্ষে লড়াই করেছি। আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে আপনাদের নিয়ে আমরা বিজয়ের লক্ষ্যে পৌঁছাতে পারব।
এ সময় ভিপি নুর পটুয়াখালীর সাবেক ডিসিকে সমালোচনা করে বলেন, আমি বলেছিলাম, ডিসি যেভাবে একটি রাজনৈতিক নেতার পক্ষ নিয়ে দালালি করছে, সে আর পটুয়াখালীতে থাকতে পারবে না। শেষ পর্যন্ত সেই ডিসি আসলেই থাকতে পারেনি।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মো. মহসিন হোসেন, সাধারণ সম্পাদক মো. রুবেল মাহমুদসহ স্থানীয় নেতাকর্মীরা।
নেতাকর্মীদের দেখিয়ে নুর বলেন, আমাদের মঞ্চে যারা বসে আছেন, তাদের কেউই অতীতে চাঁদাবাজি বা ধান্দাবাজির সঙ্গে জড়িত ছিলেন না, ভবিষ্যতেও থাকবেন না।
উল্লেখ্য, ভিপি নুরুল হক নুর পটুয়াখালী-৩ (গলাচিপা, দশমিনা) সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দিয়েছেন। এই আসনে বিএনপি প্রার্থী ঘোষণা স্থগিত রেখেছে। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান মামুনকে।
এমআর/টিএ