জাতীয় পর্যায়ে একক অভিনয়ে দেশ সেরা হয়েছে নওগাঁর মেয়ে রুফাইদা আফরা। ইতোমধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের হাত থেকে পুরস্কার গ্রহণ করেছেন তিনি। রুফাইদার মা শামীমা নাসরিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শামীমা জানান, রুফাইদা বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়িতে রাজশাহী বিভাগের হয়ে অভিনয় ও উচ্চাঙ্গ নিত্যে অংশ নেয়। ছয়টি ধাপ পেরিয়ে অভিনয় ‘ক’ বিভাগে সারাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে রুফাইদা। তার প্রাপ্ত নাম্বার ছিলো ৮০ দশমিক ৩৩। প্রতিযোগিতার পুরস্কার হিসেবে তাকে ক্রেস্ট ও চেক দেয়া হয়েছে। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম এসব পুরস্কার তুলে দেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ ও ছবি তোলার সুযোগ দেয়া হয় তাকে।
এ বিষয় রুফাইদা বলেন, পুরোপুরি আত্মবিশ্বাস নিয়েই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। প্রথম হতে পেরে খুবই আনন্দিত। এই অর্জনের পেছনে তার মা-বাবা ও শিক্ষকদের অবদান অনেক। আগামীতে আরও ভালো কিছু করতে চান বলে জানান রুফাইদা।
এমকে/এসএন