নির্বাচন ছাড়া দেশকে বাঁচিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
তিনি সরকারকে সব এজেন্ডা গুটিয়ে ফেলে বিচার ও সংস্কারকে মূল এজেন্ডায় পরিণত করার এবং ‘সিরাতুল মুস্তাকিমের পথে’ হাঁটার আহ্বান জানান।
বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের কথা তুলে ধরে বলেন, ‘১৭ বছর ধরে যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলন করেছে, তারা জুলাই যোদ্ধার পাশাপাশি ফ্যাসিবাদবিরোধী যোদ্ধাও। লড়াইটি ১৭ বছর ৩৬ দিনের, এটা মনে রাখতে হবে।’
তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্টের বড় পরিকল্পনা ছিল বিএনপিকে ছত্রভঙ্গ করার, কিন্তু বিএনপি সবাইকে ঐক্যবদ্ধ করেছে।
ঐক্যবদ্ধ আন্দোলনের ৩১ দফা কর্মসূচির বাস্তবায়ন প্রসঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘ঘুম থেকে উঠে ৩১ দফা দেয়া হয়নি, এটি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। বিএনপি বা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কারোরই সরে যাওয়ার সুযোগ নেই।’
তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, ‘বিচার চলছে, কেউ কেউ দড়ি টানাটানি করছেন। সরকারের প্রতি আহ্বান, সিরাতুল মুস্তাকিমের পথে হাঁটুন। সব ধরনের এজেন্ডা গুটিয়ে ফেলে বিচার ও সংস্কারকে মূল এজেন্ডায় পরিণত করুন।’
গণতন্ত্রের পথে ফিরে আসার গুরুত্ব তুলে ধরে সাইফুল হক বলেন, ‘নির্বাচন ছাড়া দেশ বাঁচিয়ে রাখা সম্ভব নয়। সংসদীয় সরকারের মধ্যদিয়ে দেশ এগিয়ে নিতে চাই।’
সাইফুল হক আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘অনেক ব্যর্থতার পরও যদি সফল নির্বাচন দিতে পারে, তবে অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানানো হবে।’
ইএ/এসএন