প্রায় দেড় দশক আগে নির্মিত হওয়া সালমান খানের ‘দাবাং’ সাফল্যের পর ফ্র্যাঞ্চাইজিটি কয়েকটি কিস্তি নিয়ে আসেন। সেগুলোও দর্শক মনে সাড়া ফেলে। এবার অনুরাগীদের জন্য সুখবর, আসছে ‘দাবাং ৪’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানকে নিয়ে ‘দাবাং ৪’ নিয়ে আসার ইঙ্গিত দিয়েছেন প্রযোজক ও অভিনেতার ভাই আরবাজ খান।
আর তাতেই যেন অনুরাগীদের উত্তেজনা চরমে।
প্রযোজক জানিয়েছেন, সালমানের সঙ্গে কথা চলছে। কবে শুটিং শুরু বা মুক্তি পাবে তা এখনো কিছুই ঠিক হয়নি।
এদিকে সম্প্রতি এক পডকাস্টে জ্যোতিষী সুশীল কুমার সিং জানিয়েছেন, এখন নতুন কোনো ছবি না করাই ভালো সালমানের জন্য।
কারণ, নতুন বছরটি তার জন্য খুব শুভ নয়!
তার গণনা অনুযায়ী, ২০২৬ সালটি সালমানের জন্য খুবই অশুভ। কোনো ছবি ভালো ফল দেবে না। তাই এ বছর সালমানের নতুন ছবি মুক্তি বা নতুন ছবির শুটিং শুরু করা উচিত নয়। পাশাপাশি শরীর-স্বাস্থ্য ভালো নাও যেতে পারে বলে জানিয়েছেন তিনি।
তবে নতুন বছরটি শাহরুখ খানের জীবনে আরো উন্নতি নিয়ে আসবে বলে জানিয়েছেন এই জ্যোতিষী। তার কারণও ব্যাখ্যা করেছেন।
জ্যোতিষীর মতে, শাহরুখ ঈশ্বরের বরপুত্র। তাই স্বাস্থ্যের পাশাপাশি পেশাজীবনও সমৃদ্ধ হবে তার।
এসএন