টাকা খরচ না করেও কি নির্বাচনে বিজয়ী হওয়া যায় প্রশ্ন মির্জা গালিবের
মোজো ডেস্ক 03:32PM, Nov 19, 2025
অনেক টাকা খরচ করেও নির্বাচনে জয়লাভ করা যায় না, কিন্তু এ উদাহরণ এখনও আমাদের সামনে নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মীর্যা গালিব। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে দেশের একটি গণমাধ্যমে প্রচারিত ‘মুক্তবাক’ অনুষ্ঠানে আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
মীর্যা গালিব বলেন, ‘অনেক টাকা খরচ করেও নির্বাচনে জেতা যায় না, কিন্তু এ উদাহরণ এখনও আমাদের সামনে নেই। তবে আমি খুব করে চাইব, ৩০-৩৫ বয়সী একজন তরুণ রাজনীতিবিদ খুব বেশি টাকা পয়সা ছাড়া নির্বাচন করে জিতে আসছে। এ পরিবর্তনের সবচেয়ে বড় নিয়ামক হলো ভোটাররা। বাংলাদেশ বিশাল তরুণ ভোটার রয়েছে, আগামী নির্বাচনে তাদের ভোটিং প্যাটার্ন কেমন? কোন ধরনের প্রার্থীকে তারা ভোট দেয়, এটির ওপর নির্ভর করবে পরিবর্তনের।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে এটা প্রমাণ হোক যে, টাকা পয়সা খরচ ছাড়াও নির্বাচনে জেতা যায়। আপনি যখন দেখবেন তরুণ প্রার্থীরা ভোট পেতেছেন। তুলনামূলকভাবে যারা ট্রাডিশনাল রাজনীতি করেন, তারা জিততে পারছে না। তখন অটোমেটিক রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আসবে। এজন্য জনসচেতনতা তৈরি করতে হবে। যাতে ভোটাররা সঠিক সিদ্ধান্ত নিতে পারে।’
এ নির্বাচনে টাকা খরচের বিষয়ে মৌলিক পরিবর্তন দেখতে পাচ্ছেন না জানিয়ে মীর্যা গালিব বলেন, ‘আমরা কিছু নতুন প্রার্থী দেখতে পাচ্ছি। যারা ট্র্যাডিশনাল রাজনীতিবিদ নয় এবং খুব বেশি টাকা পয়সা খরচ করতে পারবে না। আমরা যদি আগামী নির্বাচনে তাদের জিততে দেখি, তাহলে একটি উপসংহারে যেতে পারব যে, টাকা খরচ করেও এখন আর জেতা যায় না।’