অদ্ভুত এক নিলামের সাক্ষী হলো নিউইয়র্ক। ১৮ই নভেম্বর, মঙ্গলবার সথবি'স নিলাম হাউসে একটি পুরোপুরি সচল সোনার কমোড বা টয়লেট বিক্রি হয়েছে ১২.১ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪৫ কোটি টাকা)।
১৮ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই টয়লেটটির ওজন প্রায় ১০১ কেজি। এটি তৈরি করেছেন বিতর্কিত ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান, যিনি এর আগে দেয়ালে ডাক-টেপ দিয়ে কলা আটকে শিল্পকর্ম তৈরির জন্য বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিলেন। শিল্পী তার এই সোনার টয়লেটটির নাম দিয়েছেন 'আমেরিকা'।
মঙ্গলবার নিলামে এই বিশেষ শিল্পকর্মটির শুরুয়াতি দাম ধরা হয়েছিল ১০ মিলিয়ন ডলার, যা বর্তমান বাজারে সোনার দামের সমপরিমাণ। শেষ পর্যন্ত এটি ১২.১ মিলিয়ন ডলারে বিক্রি হয়। অবাক করা বিষয় হলো, এটি কেবল প্রদর্শনী বস্তু নয়; এটি সাধারণ টয়লেটের মতোই পুরোপুরি ব্যবহারযোগ্য।
নিলামের আগে এটি সথবি'স-এর নিউইয়র্ক হেডকোয়ার্টারে দর্শকদের দেখার জন্য ইনস্টল করা হয়েছিল।
শিল্পী ক্যাটেলান জানান, যুক্তরাষ্ট্রের অত্যধিক সম্পদ এবং বিত্তবৈভবকে ব্যঙ্গ করতেই তিনি এই সোনার টয়লেটটি তৈরি করেছেন। সাধারণ একটি নিত্যপ্রয়োজনীয় বস্তুকে এত মূল্যবান ধাতু দিয়ে মুড়িয়ে তিনি সম্পদের বৈষম্য ও বিলাসিতার দিকে ইঙ্গিত করেছেন।
তথ্যসূত্র : নিউইয়র্ক পোস্ট
আইকে/টিএ