বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম এ তথ্য জানান।
তিনি জানান, কিবরিয়াকে পাতা সোহেলের নির্দেশে হত্যা করেছে তার লোকেরা। হত্যার পর শুটারদের অর্থের যোগানও দিয়েছেন পাতা সোহেল। পুলিশের হাতে গ্রেফতার শুটার জনিকে নগদ ৩০ হাজার টাকাও দেন তিনি।
হত্যার কারণ সম্পর্কে সংবাদ সম্মেলনে তিনি জানান, মিরপুরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলের কারণে কিবরিয়াকে হত্যা করা হয়। পাতা সোহেল কার নির্দেশে কিবরিয়াকে হত্যা করেছে তার তদন্ত চলছে।
র্যাব আরও জানায়, আগস্টের পর যুবদল নেতা কিবরিয়া এলাকার প্রভাবশালী নেতা হয়ে যান। সেইসাথে তিনি চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রমে বাধা দিতে থাকেন। এর জেরেই ঘটে এই হত্যাকাণ্ড।
ইউটি/টিএ