একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে বিএনপির মতো অন্য কোনো দল সেভাবে ধারণ করে না বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি শামা ওবায়েদ।
বুধবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ধিত সভা-২০২৫ এ সভাপতির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
শামা ওবায়েদ বলেন, বিএনপি যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করে, অন্য কোনো দল সেভাবে করে না। আমরা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম যেভাবে মুক্তিযুদ্ধকে ধারণ করি, দেশের অন্য রাজনৈতিক দল কিন্তু মুক্তিযুদ্ধকে সেভাবে ধারণ করতে পারে না।
তিনি বলেন, দেশে বর্তমানে ভোটারদের ৪০ শতাংশের বয়স ৩০ বছরেরও কম। এই বিশাল সংখ্যক ভোটারের কাছে যাওয়ার একটি মুখ্য মাধ্যম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম। আমরা যদি এই তরুণ প্রজন্মের পাশে থাকতে পারি, তাহলে তা নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কখনো আপস করেনি। দেশের জাতীয় ইস্যুতে, জাতীয় স্বার্থে আঘাত করে- এমন প্রশ্নে মুক্তিযুদ্ধের প্রজন্ম সবসময় সরব ছিল, আগামীতেও থাকবে। তাই বলব, মানুষের পাশে থেকে তাদের ভাগ্যোন্নয়নে আমাদের কাজ করতে হবে।
এবি/টিকে