অভিনয়ই ছিল তাঁর জীবনের নেশা এবং পেশা। মঞ্চের হাতছানি কখনও উপেক্ষা করতে পারেননি যিনি তাঁকে যেন খুব সহজেই না ফেরার দেশে নিয়ে চলে গেল মৃত্যুর হাতছানি। বাঙালি অভিনেত্রী তথা থিয়েটরকর্মী অদিতি মুখোপাধ্যায়ের অকালমৃত্যুর খবরে ফের মনখারাপ বিনদুনিয়ার।
জানা যাচ্ছে, নয়ডার গৌতম বুদ্ধ বিশ্বসিদ্যালয়ে একটি থিয়েটারের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় নাকি রাজধানীর রাজপথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। সম্প্রতি নাকি শোয়ে যোগ দিতে একটি অ্যাপ ক্যাব বুক করেন অদিতি। তাতে যাওয়ার সময়ই নাকি একটি বেপরোয়া গতির গাড়ি অদিতির গাড়িতে ধাক্কা মারে সজোরে। মারাত্মকভাবে আঘাত পান অভিনেত্রী। হয় অতিরিক্ত রক্তক্ষরণ। এরপর তাঁকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। মাত্র কুড়ি বছর বয়সে নিভে গেল জীবনপ্রদীপ।
অদিতি মঞ্চের একজন জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিত ছিলেন। মঞ্চই ছিল তাঁর ধ্যানজ্ঞান। মাত্র কুড়ি বছর বয়সেই জনপ্রিয় হয়ে উঠেছিলেন তিনি। অদিতির মৃত্যুতে শোকস্তব্ধ পরিচালক অরবিন্দ গৌর তাঁর ছবি ভাগ করে নিয়ে একটি মনখারাপ করা পোস্ট শেয়ার করেছেন। মাত্র কুড়ি বছ বয়সে একের পর এক বিখ্যাত থিয়েটারে অভিনয় করেছেন অদিতি। মঞ্চ ভাগ করার সুযোগ হয়েছে স্বনামধন্য অভিনেতা আশুতোষ রানার সঙ্গে। ‘হুমারে রাম’ নাটকে এর আগে অভিনয় করেছেন অদিতি। এদিন দুর্ঘটনার পর ময়নাতদন্ত হয় অদিতির। এরপর সেক্টর ৯২-র শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় অদিতির।
এবি/টিকে