শেখ হাসিনা শুধু তার পরিবারকেই ধ্বংস করেনি, বরং আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী দলকে ধ্বংস করে দিয়েছে। এখন সেই দলের নেতাকর্মী ও সমর্থকরা মাথা উঁচু করে কথা বলতে পারে না বলে মন্তব্য করেছেন, নাটোর ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নাটোরের নলডাঙ্গার খোলাবাড়িয়া বাজারে নির্বাচনি মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। ভারতের কাছে এই দেশের মানুষ ও সন্তান হারানো মা-বাবার একটাই দাবি, হাসিনাকে ফেরত দিতে হবে। এই চাওয়াকে ভারত সরকার গুরুত্ব দেবে, এটাই বাংলাদেশের জনগণের প্রত্যাশা বলে উল্লেখ করেন তিনি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাবসহ আরও অনেক নেতাকর্মী।
এমআর