চোখে মোটা ফ্রেমের চশমা, পরনে সুতির শাড়ি, দৃপ্ত চাহনি, ঠিক এভাবেই সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য তাঁর কলমে সাজিয়েছিলেন মহিলা গোয়েন্দা ‘মিতিন মাসি’কে। ২০১৯ সালে সেই ‘মিতিন মাসি’ চরিত্রকেই বইয়ের পাতা থেকে রুপোলি পর্দায় তুলে এনেছিলেন পরিচালক অরিন্দম শীল। মিতিনের চরিত্রে সেইসময় থেকেই দর্শক পেয়েছেন কোয়েল মল্লিককে। ২০২০৩ সালে মুক্তি পেয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি ‘জঙ্গলে মিতিন মাসি’। এবার আসছে তৃতীয় সিনেমা ‘মিতিন, একটি খুনির সন্ধানে’।
চলতি বছর বড়দিনে মুক্তি পাবে এই ছবি। মারকাটারি অ্যাকশন দৃশ্য থাকবে ছবিতে। আর সেই অ্যাকশন পর্দায় ফুটিয়ে তুলবেন কোয়েল। একটা খুনের তদন্ত করতে গিয়ে আরও অনেক রহস্য উন্মোচন করবে মিতিন এই ছবিতে। কোয়েল ছাড়াও ছবিতে অভিনয় করছেন শুভ্রজিৎ দত্ত, লেখা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়, অনসূয়া মজুমদার, দুলাল লাহিড়ি-সহ টলিউডের একঝাঁক মুখ।
গত বছর এপ্রিল মাসে এই ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর চোট পান কোয়েল মল্লিক । হাতের হাড় ভাঙে অভিনেত্রীর। মিতিন মাসির চরিত্রে এর আগেও অ্যাকশন দৃশ্যে শুটিং করেছেন কোয়েল। সিনেপর্দায় তাঁর মারপিটের মারপ্যাঁচ দেখে অনুরাগীরাও মুগ্ধ হয়েছেন। এদিন শুটিং চলছিল নেপালগঞ্জে। কোয়েল আগেভাগেই জানিয়েছিলেন, এবারে প্রচুর অ্যাকশন দৃশ্য আছে। দর্শকদের একদমই নিরাশ করতে চান না তিনি। খ্যাতনামা অ্যাকশন ডিরেক্টর সুনীল রড্রিগেসের তত্ত্বাবধানেই শুটিং করছিলেন কোয়েল মল্লিক। তখনই হাতে চোট পান অভিনেত্রী।
ইএ/এসএন