দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে বিজয় বর্মার বিচ্ছেদের গুঞ্জন এখন পুরনো। অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, তামান্নার সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন বিজয়। বিচ্ছেদ নিয়ে দুজনেই মুখে কুলুপ এঁটেছিলেন, সরে গিয়েছেন নীরবে।
তবে বলিপাড়ার বাতাসে এখন নতুন প্রেমেরগুঞ্জন রটেছে, ‘দঙ্গল’ কন্যা ফাতিমা সানা শেখের প্রেমে মজেছেন অভিনেতা। এবার সেই গুঞ্জনের আগুনের ঘি ঢাললেন বিজয় নিজেই। ফাতিমার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে তার।
পর্দার প্রেম কি তবে বাস্তবেও গড়াচ্ছে? স্পষ্ট করে কিছু না বললেও সহ-অভিনেত্রীকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ বিজয়। খুব শিগগিরই ‘গুস্তাক ইশখ’ ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে বিজয় ও ফাতিমাকে।
এই ছবির সেটেই নাকি একে অপরের কাছে এসেছেন তারা। ফাতিমার সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে বিজয় বলেন, ‘সে একজন দুর্দান্ত অভিনেত্রী। মানুষ হিসেবেও খাঁটি এবং ভীষণ রসিক। সে নিজের ১০০ শতাংশ দিয়ে অভিনয়টা করে।’
তবে ভক্তদের নজর কেড়েছে বিজয়ের বিশেষ একটি উক্তি। ফাতিমার সঙ্গে নিজের রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা অকপটে স্বীকার করেন, ‘তার সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছে।’
বিজয় আরও জানান, ফাতিমার সঙ্গে তার বেশ কিছু বিষয়ে অদ্ভুত মিল রয়েছে। দুজনেই নাকি সমপরিমাণ রসিক। বিজয়ের কথায়, ‘আমাদের অনস্ক্রিন কেমিস্ট্রি অন্য মাত্রার। ছবিটি পুরনো দিনের প্রেমের গল্প বলে, যা দর্শকদের মুগ্ধ করবে।’
এমকে/এসএন