বলিউডের উজ্জ্বল নক্ষত্রদের মাঝে কিছু তারকা আসে, ঝলমল করে দর্শকের মনে দাগ রেখে চলে যায়। আবার কেউ কেউ ধুমকেতুর মতো জ্বলে উঠলেও হারিয়ে যায় বিস্মৃতির অতলে। এমনই একজন অভিনেতা জায়েদ খান। এক সময় শাহরুখ খানের ছোট ভাই ‘লাকি’ চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি। কিন্তু আজ তিনি বলিউডের মুখ্য আলো থেকে অনেক দূরে।
জায়েদ খানের অভিষেক ঘটে ২০০৩ সালে ‘চুরা লিয়া হ্যায় তুমনে’ সিনেমার মাধ্যমে। যদিও প্রথম ছবি বক্স অফিসে ব্যর্থ হয়, পরের বছর ফারাহ খানের পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘ম্যায় হুঁ না’ তাকে এনে দেয় খ্যাতি। শাহরুখ খানের ছোট ভাই ‘লক্ষ্মণ প্রসাদ শর্মা’ বা ‘লাকি’ চরিত্রে অভিনয় করে জায়েদ তখনই দর্শকের মনে একটি অবিস্মরণীয় প্রতিচ্ছবি গড়ে তোলেন।
তবে তারকাখ্যাতি ধরে রাখতে পারেননি তিনি। ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘শাদি নম্বর ওয়ান’, ‘ওয়াদা’সহ একাধিক সিনেমা বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেনি। ক্রমাগত ব্যর্থতার কারণে এক সময় বলিউড থেকে দূরে সরে দাঁড়ান জায়েদ। এরপর বড় পর্দায় তাকে আর দেখা যায়নি। তবে চলচ্চিত্রের সেটে না থাকলেও তিনি বিভিন্ন পার্টি ও ইভেন্টে মাঝেমধ্যে উপস্থিত থাকেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, জায়েদ খান হৃতিক রোশানের সঙ্গে সম্পর্কিত; তিনি হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খানের আপন ভাই। সিনেমার বাইরে পারিবারিক বন্ধনে তিনি সক্রিয়। সম্প্রতি মা জারিন খানের প্রয়াণের সময়ে জায়েদ হিন্দু রীতিতে তার শেষকৃত্য সম্পন্ন করেন। কঠিন সময়ে হৃতিক রোশন ও তার পরিবারকে পাশে পেয়ে জায়েদ খান যে পারিবারিক বন্ধন বজায় রেখেছেন, তা সকলের নজর কাড়ছে।
জায়েদ খানের গল্প দর্শকদের মনে একটি প্রশ্ন ছুঁড়ে দেয়—সাফল্যের চরম উত্থান ও পতনের মাঝে কোথায় যায় প্রতিভা, এবং কখন কোন তারকা আলো থেকে দূরে সরে যায়। আজও তিনি বলিউডের আলো থেকে দূরে থাকলেও, অল্প সময়ের জন্যে হলেও দর্শকের মনে নিজের পরিচয় গড়ে দিয়েছেন।
এসএন