‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ অভিনেত্রী তারা সুতারিয়া নতুন প্রেমে মজেছেন। তার প্রেমিক অন্য কেউ নন, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি, অভিনেতা বীর পাহাড়িয়া- এমনই গুঞ্জন।
তারা-বীরের প্রেম নিয়ে ফিসফাস অনেক দিন ধরেই চলছে। কয়েক মাস আগে প্রমোদতরীতে একসঙ্গে ছুটি কাটান তারা।
এবার প্রেমিকের সঙ্গে মালদ্বীপে জন্মদিন উদযাপন করে হইচই ফেলে দিয়েছেন এই অভিনেত্রী। রবিবার (১৯ নভেম্বর) ৩০তম জন্মদিন উদযাপন করেন তারা। তারই কিছু মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করে বীর লেখেন, “হ্যাপি বার্থডে, মাই হোল হার্ট।”
বীরের পোস্ট করা প্রথম ছবিতে দেখা যায়, ক্যামেরার সামনে পোজ দেওয়ার সময় বীর আলতো করে তারার কপালে চুমু খাচ্ছেন।
আরেকটি ফ্রেমে দেখা যায়, বীর পিয়ানো বাজাচ্ছেন আর তার পাশে দাঁড়িয়ে উজ্জ্বল, আদুরে হাসিতে তাকে দেখছেন তারা সুতারিয়া। তৃতীয় ছবিতে তারাকে খাইয়ে দিচ্ছেন বীর। আর শেষ ছবিতে দু’জনকে একটি ইয়টে একান্তে ছুটি কাটাতে দেখা যায়।
সেখানে দেখা যায়, জন্মদিনের কেক কাটছেন তারা, আর বীর তার পাশে দাঁড়িয়ে। একপর্যায়ে তারা গালে আলতো করে চুমু খান এবং তাকে জড়িয়ে ধরেন। ঝলমলে পোশাক ও পরিপাটি খোঁপায় তারাকে দারুণ লাগছে, আর বীর পরেছেন সাদা শার্ট ও নীল রঙের স্যুট।
বীর-তারার একান্ত মুহূর্ত দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নেটিজেনরা। কেউ কেউ লেখেন, “আপনাদের বিয়ে তো পাক্কা!” যদিও এখন পর্যন্ত প্রেমের কথা যেমন স্বীকার করেননি, তেমনই বিয়ে নিয়ে টুঁ-শব্দ করেননি এই যুগল।
এর আগে দ্য ফ্রি প্রেস জার্নাল এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের মার্চ মাসে ল্যাকমে ফ্যাশন উইকে শো-স্টপার হয়ে প্রথমবার একসঙ্গে র্যাম্পে হাঁটেন তারা-বীর। এ মঞ্চে তাদের মাঝে প্রেমের ঝলক দেখা দেয়। গত জুলাই মাসের দিকে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায়, বীর-তারা দুই মাসের বেশি সময় ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন।
এর আগে অভিনেতা আদর জেইনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা সুতারিয়া। সুযোগ পেলেই এ জুটি ছুটি কাটাতে উড়ে যেতেন বিদেশে। ছুটি কাটানোর ছবিও ভাইরাল হয়েছিল অন্তর্জালে। তবে ২০২৩ সালের জানুয়ারিতে ভেঙে যায় এই সম্পর্ক। এরপর গুঞ্জন চাউর হয়, ‘জিসম টু’খ্যাত অভিনেতা অরুণোদয় সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তারা। যদিও এ নিয়ে কোনো কথা বলেননি এই যুগল।
এমআর/টিকে