আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশি বংশদ্ভূত ব্রিটিশ আইনজীবী আফজাল সামী সৈয়দ-আলী। একইসঙ্গে প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদ।
বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. মাসুদ রানা স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দু’জনই এক বছরের জন্য অবৈতনিক ভিত্তিতে দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ আইনজীবী আফজাল সামী সৈয়দ-আলীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজর হিসেবে এবং বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ব্যারিস্টার মুহাম্মদ সাইফ উদ্দীন খালেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের গ্লোবাল অ্যাম্বাসেডর (ইন্টারন্যাশনাল স্পোকসপারসন) হিসেবে এক বছরের জন্য নিয়োগ (অবৈতনিক) দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়।
আন্তর্জাতিক মানদণ্ডে বিচার কার্যক্রম আরও সুসংহত করা, বৈশ্বিক মহলে ট্রাইব্যুনালের অবস্থান শক্তিশালী করা এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণ করতেই এই দুই বিশেষজ্ঞকে যুক্ত করা হয়েছে বলে জানা গেছে। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম আরও শক্তিশালী হবে। একইসঙ্গে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও বিদেশি আইন অঙ্গনে তাদের সক্রিয় ভূমিকা ট্রাইব্যুনালের কাজকে আরও গতিশীল করবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরপি/এসএন