রাজধানী আজ এমন এক ভূমিকম্প অনুভব করেছে, যা আগে কখনও কেউ দেখেনি। স্থানীয়রা জানান, সকালে হঠাৎই সব কিছু কেঁপে ওঠে, ঘর-বাড়ির জিনিসপত্র নড়ে বসে এবং মানুষ ভয়ে ছুটে বের হতে বাধ্য হন। ভূমিকম্পের মাত্রা প্রথমে কম মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে কেঁপে ওঠার তীব্রতা বেড়ে যায়।
ভূমিকম্প কেন্দ্রস্থল কোথায় ছিল এবং এর তীব্রতা কত ছিল তা জানতে সিসমোলজিস্টরা জরুরি পর্যবেক্ষণ করছেন। তবে রাজধানীবাসীর অভিজ্ঞতা থেকে বলা যায়, এতটা হঠাৎ ও তীব্র কেঁপে ওঠা শহরে আগে কখনও হয়নি। স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে, এবং মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই অভিজ্ঞতার ফলে রাজধানীর মানুষ এখনও স্তম্ভিত। অনেকেই জানান, আজকের এই ঘটনা তাদের মনে নতুন করে নিরাপত্তার প্রয়োজনীয়তার বার্তা দিয়েছে।
আইকে/এসএন