নরসিংদীতে ভূমিকম্পে বিভিন্ন এলাকায় কিছু ভবনে ছোট- বড় ফাটল দেখা দিয়েছে। ভূমিকম্প চলাকালীন বিভিন্নভাবে আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়।
জানা গেছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকায়। যার মাত্রা ছিল ৫.৭। এসময় মানুষ আতঙ্কিত হয়ে হয়ে বিভিন্ন ভবন, বাসা ও দোকান থেকে ছুটোছুটি করে রাস্তায় বেড়িয়ে আসে। এসময় আহত হয় পঞ্চাশেরও অধিক শিশুসহ নারী-পুরুষ।
এদিকে নরসিংদী সদর উপজেলার গাবতলী এলাকায় একটি ভবনের ছাদ ধসে নারী ও শিশুসহ তিনজন আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান।
নরসিংদী সদর হাসপাতালে ৪৫ জন ও জেলা হাসপাতালে ১০ জনসহ মোট ৫৫জন আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে। এছাড়া ঘোড়াশাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি সাব স্টেশন ভূমিকম্পের কারণে ক্ষতিগ্রস্থ হয়েছে।
প্রশাসন ও দমকল বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। ভূমিকম্পের পর সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।
আইকে/এসএন