ভেনেজুয়েলার বিরোধী নেতা এবং চলতি বছরের নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো যদি পুরস্কার গ্রহণের জন্য নরওয়ের উদ্দেশে দেশ ছাড়েন, তবে তাকে ‘পলাতক’ হিসেবে বিবেচনা করা হবে। ভেনেজুয়েলার অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব গতকাল বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপিকে এই কড়া সতর্কবার্তা দিয়েছেন।
মাচাদো আগামী ১০ ডিসেম্বর নরওয়ের অসলোতে শান্তিতে নোবেল পুরস্কার গ্রহণের জন্য যেতে চান বলে ঘোষণা করেছেন। বর্তমানে তিনি ভেনেজুয়েলায় আত্মগোপনে আছেন।
অ্যাটর্নি জেনারেল তারেক উইলিয়াম সাব বলেন, মাচাদোর বিরুদ্ধে একাধিক গুরুতর ফৌজদারি অপরাধের তদন্ত চলছে। এর মধ্যে ষড়যন্ত্র, বিদ্বেষ উসকে দেওয়া এবং সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনা মোতায়েনকে প্রকাশ্যে সমর্থন জানানোর কারণেও মাচাদোর বিরুদ্ধে তদন্ত চলছে। অ্যাটর্নি জেনারেলের মতে, তদন্ত চলমান থাকায় তিনি দেশের বাইরে গেলে তাকে পলাতক হিসেবে গণ্য করা হবে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করেন যে, তাদের পদক্ষেপের মূল লক্ষ্য মাদুরো নেতৃত্বাধীন বামপন্থী সরকারকে উৎখাত করা। যদিও যুক্তরাষ্ট্র মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ক্যারিবীয় অঞ্চলে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি, যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান মোতায়েন করেছে।
চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো এই অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন। তিনি নিকোলা মাদুরো মাদকচক্রের নেতৃত্ব দিচ্ছেন বলে ওয়াশিংটনের করা দাবির প্রতিও সমর্থন জানিয়েছেন।
এবি/টিকে