চলে গেলেন নব্বই দশকের তুমুল হিট সিনেমা ‘বিশ্বপ্রেমিক’ এর প্রযোজক, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা কামাল পারভেজ। শনিবার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি নায়ক, প্রযোজক সোহেল রানা ও নায়ক রুবেলের আপন ভাই। চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে মরহুমের আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
পরিচালক কবিরুল ইসলাম রানা জানান, চলচ্চিত্র প্রযোজক কামাল পারভেজ আজ ভোর ৪টায় ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি পরিচালক আকিব পারভেজ এর বাবা।উত্তরা পাঁচ নম্বর সেক্টর জামে মসজিদে বাদ জোহর জানাজা সম্পন্ন হয়েছে কামাল পারভেজের। পরিবার জানিয়েছে, মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
চিত্রনায়ক সোহেল রানা ও রুবেলরা পাঁচ ভাই, তাঁদের মধ্যে কামাল পারভেজ তৃতীয়। তিনি ছাড়াও মাসুদ পারভেজ (সোহেল রানা), জুয়েল পারভেজ, নেহাল পারভেজ ও মাসুম পারভেজ (রুবেল)। ‘বিশ্বপ্রেমিক’ ছাড়াও কামাল পারভেজ প্রযোজনা করেছেন বীরপুরুষ, আমি শাহেনশাহ এবং চারদিকে অন্ধকার এর মতো সিনেমা। ‘বীরপুরুষ’ সিনেমায় সোহেল রানা ও রুবেলের সঙ্গে অভিনয়েও দেখা যায় কামাল পারভেজকে।
এসএস/টিএ