বলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী সম্প্রতি ব্যক্তিগত ও সামাজিক মূল্যবোধ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেন। তিনি বলেন, “একসঙ্গে দুটো সম্পর্কে থাকা আমার মতে কখনই ঠিক নয়। আমি অন্তত মেনে নিতে পারব না। ডিভোর্সের পর মুভ অন করার বিষয়টা খুব স্বাভাবিক।”
তনুশ্রী আরও বলেন, একটি শিশুর জন্ম সম্পূর্ণ তার নিজের ইচ্ছে অনুযায়ী নয়। তাই শিশুর প্রতি মা-বাবা দুজনের সমান দায়বদ্ধতা থাকা প্রয়োজন। ডিভোর্সের পরও সন্তানের দেখাশোনা এবং দায়িত্ব পালন অব্যাহত রাখা উচিত। তিনি যোগ করেন, “পারফেক্ট বাবা-মা হওয়া যায় কিনা সেটা পরিস্থিতির উপর অনেকটাই নির্ভর করে।”
অভিনেত্রীর এই মন্তব্যে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে সমাজে শিশুর অধিকার ও দায়িত্বের গুরুত্ব। তিনি মনে করেন, ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তন হলেও সন্তানকে সঠিক যত্ন ও মানসিক সহায়তা দেওয়া মা-বাবার মূল কর্তব্য।
এমকে/টিএ