দুই ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনটি শেষ পর্যন্ত দাঁড়াল সমতায়। ব্যাটাররা বড় ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন শেষে ৬ উইকেটে ২৪৭ রান তুলেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন ট্রিস্টান স্টাবস। ৩ উইকেট নিয়ে ভারতের সফল বোলার স্পিনার কুলদীপ যাদব।
শনিবার (২২ নভেম্বর) গৌহাটিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে দক্ষিণ আফ্রিকা। উদ্বোধনী জুটিতে ১৬১ বলে ৮২ রান তুলেন দুই ওপেনার এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। ২৭তম ওভারে মার্করামকে ব্যক্তিগত ৩৮ রানে বোল্ড করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন তারকা পেসার জসপ্রিত বুমরাহ।
পরের ওভারে ভারতকে দ্বিতীয়বারের মত উইকেট শিকারের আনন্দে মাতান কুলদীপ যাদব। ৩৫ রান করা রিকেলটনকে শিকার করেন তিনি। ৮২ রানে ২ উইকেট পতনের পর দক্ষিণ আফ্রিকাকে ১৮২ বলে ৮৪ রানের জুটি এনে দেন ট্রিস্টান স্টাবস ও অধিনায়ক টেম্বা বাভুমা।
তবে রবীন্দ্র জাদেজার বলে শেষ হয় বাভুমার ৯২ বলে ৫টি চারে ৪২ রানের ধৈর্যশীল ইনিংস। এই ইনিংসের মধ্য দিয়ে বাভুমা গড়েন একটি অনন্য রেকর্ড। দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক হিসেবে মাত্র ২০ ইনিংসে ১০০০ রান পূর্ণ করেন তিনি, যা দেশটির ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় দ্রুততম।
এরপর হাফ-সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে কুলদীপের দ্বিতীয় শিকার হয়ে ৪৯ রানে আউট হন স্টাবস। ফলে টেস্ট ইতিহাসে এই প্রথম কোন দলের ব্যাটিং ইনিংসে উপরের সারির প্রথম চার ব্যাটারের সবাই ৩৫ থেকে ৪৯ রানের মধ্যে আউট হলেন। ছয় নম্বরে নামা ওয়াইন মুল্ডারকে ১৩ রানে বিদায় দেন কুলদীপ।
এতে ২০১ রানে পঞ্চম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দক্ষিণ আফ্র্রিকাকে আরও একটি হাফ-সেঞ্চুরি জুটি এনে দেওয়ার চেষ্টা করেছিলেন টনি ডি জর্জি ও সেনুরান মুথুসামি। কিন্তু জুটিতে ৪৫ রান যোগ হবার পর জর্জিকে সাজঘরে ফেরত পাঠান পেসার মোহাম্মদ সিরাজ। ২৮ রান করেন জর্জি।
আলোকস্বল্পতার কারণে ৪৯ বল বাকী থাকতে দিনের খেলার ইতি ঘটে। মুথুসামি ২৫ ও কাইল ভেরেনি ১ রানে অপরাজিত থাকেন। ৮১.৫ ওভারে ৬ উইকেটে ২৪৭ রান করে দক্ষিণ আফ্রিকা। কুলদীপ ৩টি ও বুমরাহ-সিরাজ ও জাদেজা ১টি করে উইকেট নেন।
টিজে/টিকে