ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে হেসেখেলে হারিয়েছে পাকিস্তান। ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর আবারও লঙ্কানদের বিধ্বস্ত করল স্বাগতিকরা। সাহিবজাদা ফারহান করেছেন ছক্কার রেকর্ড।
রাওয়ালপিন্ডিতে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় লঙ্কানরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান করে।
পাকিস্তান ১৫.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ে পৌঁছায়। সাহিবজাদা ফারহানের ৫ ছক্কা ও ৬ চারে ৪৫ বলে ৮০ রানের ঝড়ো ইনিংসে ২৭ বল হাতে রেখে জয়ে নোঙর করে।
রানতাড়ায় নেমে লঙ্কান বোলারদের তুলোধুনো করতে থাকেন সাহিবজাদা। ২৯ বর্ষী ব্যাটার পাকিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে একবছরে ছোট সংস্করণে ১০০ ছক্কা হাঁকিয়ে রেকর্ডে নাম লেখালেন। সঙ্গে ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
৩৩ বলে অর্ধশতক করেন শাহিবজাদা। ৩১ ম্যাচে ছয়টি অর্ধশতকের উপর ইনিংস তার। পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রান ২০, করেন আরেক ওপেনার সাইম আইয়ুব। বাবর আজম করেন ১৬ রান।
প্রথমে শ্রীলঙ্কা প্রথম উইকেট হারায় ৩১ রানে। ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। ৩৮ বলে ৪১ রান করেন জানিথ লিয়াল্লাগে। ১৬ রানে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ৩ উইকেট নেন মোহাম্মদ নেওয়াজ।
আইকে/টিএ