সাফল্যকে ঘিরে বাইরের দুনিয়ার বিচার-বিশ্লেষণ নিয়ে স্পষ্ট মন্তব্য করলেন বলিউড অভিনেতা সুনীল শেট্টি। তাঁর মতে, কোনো কাজে ব্যর্থ হলে মানুষ নানা কথা বলবেই, কিন্তু সত্যিকারের সুখ এর সঙ্গে সম্পর্কিত নয়। সুখ আসে নিজের ভালোবাসার কাজটুকু করে যাওয়ার মধ্যেই।
এক আলোচনায় সুনীল বলেন, “কোনো কাজে সফল না হলে, মানুষ বলবে তুমি ব্যর্থ, এটাই বাস্তব। কিন্তু প্রকৃত সুখ মানে অর্থ বা খ্যাতি নয়। সুখ হলো, যেটা তুমি সত্যিই ভালোবাসো, সেটাই করে যাওয়া।”
দীর্ঘ অভিনয়জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে হেঁটেছেন তিনি। তাই সাফল্য-ব্যর্থতা নিয়ে তাঁর বক্তব্য বাস্তব অভিজ্ঞতারই প্রতিফলন। সুনীল আরও জানান, মানুষের চিন্তা নয় নিজের উদ্দেশ্য, নিজের পথ এবং নিজের বিশ্বাসই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ।
অভিনেতার এই দৃষ্টিভঙ্গি ভক্তদের মাঝেও সাড়া ফেলেছে। তাঁর কথায় যেন স্পষ্ট সত্যিকারের বিজয় মানে জনপ্রিয়তা নয়, বরং নিজের সুখের সন্ধান পাওয়া।
এসএস/টিকে