আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে তিন ম্যাচের জন্য নয়, প্রথম দুটির।
এই সিরিজ দিয়ে ১৫ সদস্যের দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে অভিষেকের অপেক্ষায় থাকা মাহিদুল ইসলাম অঙ্কন ডাক পেয়েছেন।
এক টেস্ট ও ৩ ওয়ানডে খেললেও টি-টোয়েন্টিতে ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সংক্ষিপ্ত সংস্করণে খেলা পেসার তাসকিন আহমেদ ও শামীম হোসেন পাটোয়ারি।
লিটন দাসের নেতৃত্বাধীন দলে সর্বশেষ সিরিজে খেলা বাকি সকলেই আছেন। তিন ম্যাচের সিরিজটি হবে চট্টগ্রামে। আগামী ২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি। বাকি দুটি ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।
এর আগে আজ আইরিশদের দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে প্রথম টেস্টের ইনিংস ও ৪৭ রানের জয়ের বিপরীতে আজ ২১৭ রানের জয় পেয়েছে।
বাংলাদেশ দল-
লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
ইউটি/টিএ