রণবীর সিং থেকে শুরু করে শাহিদ কাপুর, বলিপাড়ার একঝাঁক তারকা এখন উদয়পুরে। বিশিষ্ট শিল্পপতি রমা রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনার রাজকীয় বিয়েতে তারা গেছেন। অর্থের বিনিময়ে তারকাদের বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করা বলিউডে নতুন কিছু নয়। নেত্রার বিয়েতেও নোরা ফতেহি ও রণবীর সিংদের নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছে।
তবে এই তারকাখচিত সন্ধ্যায় দেখা মেলেনি কাপুর পরিবারের লেডি কিলার খ্যাত রণবীর কাপুরের। নেটদুনিয়ায় যখন বিয়ের আসরের বিভিন্ন ভিডিও ভাইরাল, ঠিক তখনই ভক্তদের মনে প্রশ্ন অন্যরা থাকলেও রণবীর কাপুর কেন নেই? এই আলোচনার মধ্যেই প্রকাশ্যে এসেছে অভিনেতার পুরোনো এক সাক্ষাৎকার। যেখানে তিনি জানিয়েছিলেন, টাকার বিনিময়ে তিনি কখনও কারও বিয়েতে নাচবেন না।
২০১১ সালে দেওয়া সেই সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করে রণবীর বলেছিলেন, ‘টাকার জন্য আমি কোনো বিয়ে বাড়িতে নাচব না। এর অন্যতম কারণ আমার পারিবারিক মর্যাদা। আমি কোন পরিবারের সন্তান, সেটা আমি সবসময় মনে রাখি। তবে যারা বিয়েতে পারফর্ম করেন, আমি তাদের বিরোধী নই। কিন্তু আমি যে মূল্যবোধ নিয়ে বড় হয়েছি, তাতে এটি আমার ব্যক্তিত্বের সঙ্গে যায় না।’
তার কথায়, ‘টাকা উপার্জন আমার জীবনের একমাত্র লক্ষ্য নয়। আমি কোটি কোটি টাকা আয় করার চেয়ে একজন ভালো অভিনেতা হিসেবেই পরিচিত হতে চাই। আমার আবেগ এবং লক্ষ্য একেবারেই ভিন্ন। আমি চাই না এমন কোনো বিয়েতে নাচতে, যেখানে মানুষ মদের গ্লাস হাতে দাঁড়িয়ে অশ্লীল মন্তব্য করছে। এতে আমার মর্যাদা ক্ষুণ্ন হয় বলে আমি মনে করি।’
ব্যক্তিগত পছন্দের কথা উল্লেখ করে ‘অ্যানিমেল’ খ্যাত এই তারকা বলেন, ‘আমি চাই না আমার পরিবারের কেউ অর্থের বিনিময়ে এমনটা করুক। এটা একান্তই আমার ব্যক্তিগত পছন্দ। আমি আমার স্টারডম হারাতে চাই না, আবার এটাও কাউকে ভাবতে দেব না যে আমি ধরাছোঁয়ার বাইরের কোনো তারকা।’
এমকে/টিএ