রিয়েলিটি শোর মঞ্চে প্রতিযোগীদের যেমন প্রতিদিন নতুন করে নিজেকে প্রমাণ করতে হয়, ঠিক তেমনই জীবনের পথও প্রতিনিয়ত পরীক্ষার এমনই অনুপ্রেরণামূলক বার্তা দিলেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং।
এক অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে অরিজিৎ বলেন, “রিয়েলিটি শোতে একদিন ভালো করলেই হয় না, প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হয়। জীবনও ঠিক তেমনই।”
তার মতে, প্রতিযোগিতা, ব্যর্থতা ও নতুনভাবে উঠে দাঁড়ানো এসবই জীবনের স্বাভাবিক অংশ। তাই হতাশ না হয়ে নিয়মিত পরিশ্রমই পারে একজনকে সফলতার পথে এগিয়ে নিতে।
সঙ্গীত ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় নানা ওঠানামার অভিজ্ঞতা থেকে উঠে আসা এই বার্তা নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংগীতপ্রেমীরা।
এসএস/টিকে