জীবনের কঠিন বাস্তবতাকে নতুনভাবে ব্যাখ্যা করলেন বলিউডের অভিনেতা অক্ষয় কুমার। নিজের জীবনদর্শন থেকে উঠে আসা এক সরল অথচ তীক্ষ্ণ বার্তায় তিনি মনে করিয়ে দিলেন সাফল্যের পথে সংগ্রামই সবচেয়ে বড় প্রেরণা। সামাজিক মাধ্যমে শেয়ার করা ওই বক্তব্যে অক্ষয় লিখেছেন, জীবনে যদি সংগ্রাম না থাকে, তবে বুঝতে হবে কোথাও বড় ভুল হচ্ছে। কারণ কষ্টই মানুষকে শক্ত করে, আর শক্ত মানুষই শেষ পর্যন্ত জিতে যায়।
অক্ষয়ের এই উপলব্ধি শুধু অভিনয়জগতের অভিজ্ঞতা নয়, তার ব্যক্তিগত জীবন থেকেও উঠে এসেছে। একসময় ওয়েটার, তারপর স্টান্টম্যাননানান অভাব-অভিজ্ঞতার পর বলিউডে জায়গা করে নেওয়া অক্ষয়ের সংগ্রামের গল্প আজ অনেকের কাছেই অনুপ্রেরণার প্রতীক। তাই তার মুখে ‘কষ্টই মানুষকে শক্ত করে’ এই বার্তা যেন আরও বেশি বিশ্বাসযোগ্য মনে হয় ভক্তদের কাছে।
তার এই পোস্ট ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনার ঝড়। অনেকে বলছেন, বর্তমান সময়ে যখন সাফল্যের সহজ শর্টকাট খোঁজে মানুষ, তখন অক্ষয়ের এই বার্তা নতুন প্রজন্মকে বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে শেখাবে। আবার কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন, অক্ষয়ের প্রতিটি বড় সিনেমার পেছনেও রয়েছে অগণিত পরিশ্রম, ব্যর্থতা আর ধৈর্যের গল্প। তাই তার কথাগুলো পর্দার বাইরেও জীবনের বড় শিক্ষা হয়ে উঠছে।
অক্ষয় কুমার প্রায়ই ইতিবাচকতা, শৃঙ্খলা ও পরিশ্রম সম্পর্কে কথা বলেন। এবারও তার বার্তায় উঠে এল সেই একই দৃঢ়তা যে কেউ নিজের সাফল্যের গল্প লিখতে চাইলে তাকে আগে সংগ্রামের পথ ধরতেই হবে। আর এই পথই তাকে শেষ পর্যন্ত এনে দেবে নিজের মতো করে বড় জয়।
আরপি/টিকে