ওপার বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ এখন নতুন গুঞ্জনের মুখে। সম্প্রচারের নতুন সময়সূচি ঘোষণা হওয়ার পর থেকেই শোনা যাচ্ছে, এই ধারাবাহিক হয়তো শেষের পথে। স্টুডিওপাড়ায় কান পাতলেই অনুরাগীরা এই সংবাদে খোঁজখবর নেয়ার চেষ্টা করছেন।
প্রযোজনা সংস্থা ‘ব্লুজ’-এর নতুন ধারাবাহিক ‘বেশ করেছি প্রেম করেছি’ আগামী ৮ ডিসেম্বর সন্ধ্যা সাতটায় সম্প্রচার শুরু করতে যাচ্ছে। আর সেই সময়ে ‘জগদ্ধাত্রী’র স্লটেই জায়গা নেওয়ায় দর্শকরা শঙ্কিত, এখন কি বন্ধ হয়ে যাচ্ছে প্রিয় ধারাবাহিকটি? যদিও ধারাবাহিকের নায়ক সৌম্যদীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, এখনও তাদের কাছে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক খবর নেই। শুটিং চলছে পুরোদমে, এবং টিআরপি তালিকাতেও ‘জগদ্ধাত্রী’ এখনও শক্ত অবস্থান ধরে রেখেছে।
২০১৯ সালের আগস্টে সম্প্রচার শুরু করা ‘জগদ্ধাত্রী’ ইতিমধ্যেই এক হাজারের বেশি পর্ব পার করেছে। ধারাবাহিকের জনপ্রিয়তা এবং টিআরপি ফলাফল দেখলে বোঝা যায়, দর্শকরা এখনও এটিকে হৃদয়ে ধারণ করেছেন। নতুন ধারাবাহিকের আগমন আর স্লট পরিবর্তনের গুজবের মধ্যেও, ধারাবাহিকের টিম এখনো নির্দিষ্ট কোনো ঘোষণা করেনি। দর্শকরা তাই উন্মুখ দৃষ্টি রেখে আশা করছেন, ‘জগদ্ধাত্রী’র যাত্রা এখনও শেষ হয়নি।
আরপি/টিকে