বিগ বাজেটের সিনেমা ‘প্রিন্স’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঢালিউড মেগাস্টার শাকিব খানকে। সিনেমায় থাকতে পারেন টালিউড-বলিউড তারকাও। এমনই গুঞ্জন চলছে শোবিজ অঙ্গনে।
নতুন সিনেমাটি আসন্ন রোজার ঈদে মুক্তির কথা থাকলেও নির্ধারিত সময়ে সিনেমাটির শুটিং শুরু হতে পারেনি। যে কারণে সিনেমা সংশ্লিষ্টরা পরবর্তী ঈদে সিনেমাটি মুক্তির কথা ভাবছেন।
শোনা যাচ্ছে, কাস্টিংয়ে গুরুত্ব দেয়ায় এখনও সব অভিনয়শিল্পীদের চূড়ান্ত করা হয়নি। যে কারণে শুরু হয়নি শুটিং।তবে চমক হিসেবে নতুন এ সিনেমাতেও শাকিবের বিপরীতে দেখা যাবে দুই নায়িকাকে। থাকতে পারেন টালিউড-বলিউড তারকাও।
এরইমধ্যে এ সিনেমায় তাসনিয়া ফারিণ রয়েছেন বলে শোনা গেছে। বিষয়টির সত্যতা জানতে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে এখনই কোনো কথা বলতে চাননি।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন বলছে, ‘প্রিন্স’ সিনেমায় তাসনিয়া ফারিণের পাশাপাশি আরও একজনকে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর এ নায়িকা ভারতীয়।
শোনা যাচ্ছে, শাকিবের বিপরীতে টালিউডের জ্যোতির্ময়ী কুণ্ডুকে দেখা যেতে পারে। জ্যোতির্ময়ী টালিউড অভিনেতা দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমায় অভিনয় করেছেন। যে সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
গুঞ্জন উঠেছে, এ সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যেতে পারে বলিউড অভিনেতা জ্যাকি শ্রফকে। চূড়ান্ত কথাবার্তা শেষ হলেই সিনেমায় কারা কারা অভিনয় করেছেন তার নাম ঘোষণা করবে প্রযোজক প্রতিষ্ঠান।
আরও পড়ুন: ভূমিকম্পের সময় মতিঝিলের রাস্তায় শুটিং করছিলেন শাকিব, তারপর কী হলো?
বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। এ সিনেমায় টালিউড-বলিউড তারকাদের উপস্থিতির গুঞ্জনে সিনেমাটি নিয়ে দর্শকের কৌতূহল তৈরি হয়েছে। সিনেমাটি আসন্ন যেকোনো ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে।
টিকে/