গতকাল রবিবার (২৩ নভেম্বর) গোয়ায় অনুষ্ঠিত ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘গিভিং আপ ইজ নট আ চয়েস’ শীর্ষক একটি সেশনে অংশ নেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সেখানে তিনি নিজের জীবন ও ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা শেয়ার করেন এবং ব্যর্থতাকে কিভাবে সোপান বানিয়ে এগিয়ে গেছেন, সে কথা তুলে ধরে অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন।
আলোচনার একপর্যায়ে তিনি উল্লেখ করেন ২০০২ সালের তার জনপ্রিয় স্পোর্টস কমেডি ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’-এর কথা। ছবিটি সফল হওয়ার পরও তাকে যে পারিশ্রমিক দেওয়া হয়েছিল, সেটি নিয়ে একটি মজার অভিজ্ঞতা তিনি সবার সঙ্গে ভাগ করে নেন।
ছবির প্রযোজক দীপক নায়ার পরবর্তী ছবিতে কাজের প্রস্তাব দিলে একই পারিশ্রমিক অফার করেন, যা অনুপমের কাছে গ্রহণযোগ্য ছিল না।
অনুপম বলেন, ‘আমি সেই সিনেমাটা করেছি মাত্র ৫০০০ পাউন্ডে। পরে প্রযোজক যখন আরেকটি ছবির প্রস্তাব নিয়ে এলেন, তিনি বললেন আগের মতোই টাকা দেবেন।’ আমি তাকে বললাম, ‘তুমি ওই ছবি থেকে ১০০ মিলিয়ন আয় করেছ, আমাকে একই টাকা কেন দেবে?’ প্রযোজক অনিচ্ছুক দেখে অনুপম বিষয়টা একটু নাটকীয়ভাবে বুঝিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।
তিনি বলেন, ‘সকাল ১০টায় কফি শপ ভর্তি। আমি হঠাৎ টেবিলের ওপর উঠে বললাম, হ্যালো সবাই, এই হলেন দীপক নায়ার। তিনি আমাকে বেন্ড ইট লাইক বেকহ্যামের জন্য ৫০০০ পাউন্ড দিয়েছিলেন, আর এখন নতুন ছবির জন্য সঠিক পারিশ্রমিক দিতে চান না।’
প্রযোজক তখন তাকে বসতে বলেন। কিন্তু অনুপম আবারও জিজ্ঞেস করেন, ‘আমি যে টাকা চাইছি, সেটা কি দেবে?’
অবশেষে প্রযোজক রাজি হন এবং তখনই অনুপম বসে পড়েন। নিজের বক্তব্য শেষ করতে করতে তিনি বলেন, কারণ, হাল ছেড়ে দেওয়া কখনোই আমার বিকল্প নয়।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া
এবি/টিকে