নিজের অন্তর্দ্বন্দ্ব আর পরিশ্রমের কথাই নতুন করে সামনে এনেছেন অভিনেতা দেব। সম্প্রতি তিনি জানিয়েছেন, জীবনে সাফল্য কেবল বাইরের অর্জনে নয়, বরং নিজের সঙ্গে নিজের লড়াইয়ে নিহিত। নিজের সর্বোত্তম প্রকাশ করতে পারা, পারফেকশনের কাছাকাছি পৌঁছানো এই লড়াইটাই তার মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
দেবের এই বার্তায় উঠে এসেছে একজন শিল্পীর অন্তর্নিহিত দৃষ্টি এবং দায়বোধের প্রতিফলন। পরিশ্রম, আত্মসংযম এবং নিজের সীমা অতিক্রমের ইচ্ছা তাকে প্রতিনিয়ত নতুন উচ্চতায় পৌঁছাতে প্রেরণা দেয়। শুধু অভিনয় নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করাই দেবের মূল দর্শন।
তার এই উপলব্ধি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অনেকে মনে করছেন, কোনো ব্যক্তি তার আসল ক্ষমতা ও সাফল্য পেতে চাইলে প্রথমেই নিজের সীমাবদ্ধতা চেনা এবং সেই সঙ্গে লড়াই চালানো আবশ্যক। দেবের বক্তব্য তাই শুধু একজন অভিনেতার দৃষ্টি নয়, এটি নতুন প্রজন্মের জন্যও একটি প্রেরণার বার্তা।
আরপি/টিকে