মুন্সীগঞ্জের পঞ্চসার ইউনিয়নের বিনোদপুর ডিংগাভাঙ্গা সংলগ্ন এলাকায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩৯ কোটি ১৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল ও সুতার রিল জব্দ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর ) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার বিকেল ৪টায় কোস্ট গার্ড স্টেশন পাগলার একটি বিশেষ টিম ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৬টি জাল তৈরির কারখানা ও ২টি গুদামে তল্লাশি চালানো হয়।
এসময় প্রায় ১ কোটি ১১ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল এবং জাল তৈরির কাজে ব্যবহৃত ৬০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ৩৯ কোটি ১৫ লাখ টাকা।
অভিযান শেষে জব্দ করা সব কারেন্ট জাল ও সুতার রিল সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিধি অনুযায়ী ধ্বংস করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মৎস্যসম্পদ রক্ষায় এবং অবৈধ জাল নির্মাণ ও বিপণন প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরো জোরদার করা হবে।
আরপি/টিকে