প্রভাসের নতুন হরর–কমেডি দ্য রাজা সাব–এর প্রথম সিঙ্গেল প্রকাশের পরেই ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে। ‘রেবেল সাব’ শিরোনামের গানটি পুরোপুরি ম্যাসি ঘরানার, যেখানে সুরকার থামান মিশিয়েছেন চনমনে বিট আর প্রাণবন্ত তাল। কণ্ঠ দিয়েছেন সঞ্জিত হেগড়ে ও ব্লেজ। গানে প্রভাসকে দেখা গেছে অত্যন্ত স্টাইলিশ লুকে, সঙ্গে নাচের ঝলকেও তিনি মুগ্ধ করেছেন দর্শকদের।
রামজোগাইয়া সাস্ত্রির কথায় প্রভাসের আগের ব্লকবাস্টারগুলোর প্রতি সম্মানজনক ইঙ্গিত যেমন আছে, তেমনি প্রকাশ পেয়েছে তার বাস্তব জীবনের জনপ্রিয় ইমেজও। মারুতি পরিচালিত এই ছবিটি মুক্তি পাবে ৯ জানুয়ারি ২০২৬। এতে প্রভাসের বিপরীতে থাকছেন মালবিকা মোহনন, নিধি আগারওয়াল ও ঋদ্ধি কুমার। খলনায়কের চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে।
প্রোমো ক্যাম্পেইনের শুরুতেই ‘রেবেল সাব’ গানটি ছবিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এনে দিয়েছে।
এবি/টিকে