কঠিন সময় পার করছেন বলিউড অভিনেত্রী ও ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্স সুন্দরী সেলিনা জেটলি। প্রায় ১৪ মাস সংযুক্ত আরব আমিরাতে আটক রয়েছেন তার ভাই মেজর বিক্রান্ত কুমার জেটলি (অবসরপ্রাপ্ত)। ভাইকে নিয়ে উদ্বেগ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী বার্তা দিয়েছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, নিরাপত্তার কারণে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতার হয়েছেন সেলিনার ভাই বিক্রান্ত। অভিনেত্রীর দাবি, বিদেশে ভারতীয় সেনাদের একপ্রকার টার্গেট করা হয়। যে কারণে গ্রেফতারের দীর্ঘ সময় ধরে তিনি তার ভাইয়ের বিষয়ে সঠিক তথ্য পাচ্ছেন না।
সেলিনা মনে করেন, যারা দেশের জন্য কাজ করেন তাদের যেন সংকটময় পরিস্থিতি তৈরি না হয়। এ বিষয়টি ভারতীয় সরকারকে নিশ্চিত করার অনুরোধ জানান তিনি।
ভাইকে হারানোর ভয় আর উদ্বেগ থেকে রোববার (২৩ নভেম্বর) ইনস্টাগ্রামে শৈশবে ভাইয়ের সাথে তোলা একটি ছবি পোস্ট করেন সেলিনা। ক্যাপশনে লেখেন,
যুদ্ধক্ষেত্রে একজন ভারতীয় সৈনিকের অব্যক্ত যন্ত্রণা, ৪৪৪ দিন ভাই ছাড়া! ১ বছর, ২ মাস, ১৭ দিন, মোট ৪৪৩ দিন।
সেলিনা আরও লেখেন,
১০,৬৩২ ঘন্টা, ৬৩৭,৯২০ মিনিট। আমার ভাই, মেজর বিক্রান্ত কুমার জেটলিকে (অবসরপ্রাপ্ত) ধরে নেয়ার পর থেকে অসহনীয় মুহূর্ত।
ভাইকে দেখার অপেক্ষায় অভিনেত্রী। সরকারের কাছে সরাসরি আবেদন জানিয়ে তিনি লেখেন,
কাতারে যে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়া হয়েছিল, আমাদের ক্ষেত্রেও সেই একই পদক্ষেপের প্রয়োজন। আমাদের সৈনিককে ফিরিয়ে আনুন।
নাগরিক এবং কর্তৃপক্ষের উদ্দেশে সেলিনা বিষয়টিকে ম্লান হতে না দেয়ার আহ্বান জানান। তার ভাষায়,
যে ব্যক্তি জাতিকে সবকিছু দিয়েছেন, তাকে নীরবে পরিত্যক্ত হতে দেবেন না। যদি আপনি একজন সৈনিককে সম্মান করতে চান, তাহলে একজন ভারতীয় হন যার জন্য মরতে হবে।
ভাইকে ফিরে পেতে দিল্লি হাইকোর্টেও আবেদন করেছেন সেলিনা। অভিনেত্রীর আবেদনের প্রেক্ষিতে শুনানিতে দিল্লি হাইকোর্ট পররাষ্ট্র মন্ত্রণালয়কে কড়া ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয়, বিক্রান্তকে আইন ও চিকিৎসা সহায়তা দেয়াসহ তার পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য একজন নোডাল অফিসার নিয়োগের নির্দেশও দেয়া হয়েছে।
টিকে/