অভিনেত্রী কাজল দেবগণ জানালেন, বর্তমান সময়ে বিয়ে তার কাছে বেশ ‘বোরিং’ ও ‘বাধ্যবাধকতা’ মনে হয়। সম্প্রতি এক আলোচনায় তিনি বলেন, বিয়ের শুরু থেকেই আসলে একটি ‘এক্সপায়ারি ডেট’ থাকা উচিত। শুধু তাই নয়, অন্য যেকোনো চুক্তির মতোই বৈবাহিক সম্পর্কেও রিনিউ করার সুযোগ রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। কাজলের মতে, এতে করে যারা আর সংসার চালিয়ে যেতে চান না, তাদের অযথা দীর্ঘদিন সম্পর্কের বোঝা টানতে হবে না।
এবি/টিকে