পোলকা ডটের কালো পোশাকে যেন নিজস্ব এক মাধুর্যের জাদু ছড়িয়ে দিয়েছেন মেহজাবীন চৌধুরী। আলো-ছায়ার নিখুঁত খেলায় সেজে ওঠা এই লুক তাকে দিয়েছে একাধারে চঞ্চল, আবার পরিমিত আভিজাত্যের ছোঁয়া। যেন ক্যামেরা নয়, মুহূর্তটাই তাকে বন্দি করার জন্য থমকে দাঁড়ায়। ফ্যাশন যে শুধু পোশাক নয়, ব্যক্তিত্বেরও প্রকাশ মেহজাবীনের এই উপস্থিতি তারই জীবন্ত প্রমাণ।
সাদা ডটের কালো অফ-শোল্ডার গাউন এবং পায়ের ম্যাচিং হিল তার আধুনিক, স্মার্ট এবং মার্জিত চরিত্রকে ফুটিয়ে তোলে। তার সাজপোশাকটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যা একদিকে খুবই কেতাদুরস্ত, আবার অন্যদিকে আরামদায়কও বটে। আধুনিক ফ্যাশনে স্টাইল ও আরাম একত্রিত হতে পারে, এই ধারণা তার এই লুক থেকে স্পষ্ট হয়ে ওঠে।
এ ধরনের ডটেড পোশাক একদম ক্লাসিক, যা কখনো পুরনো হয় না। পোলকা ডটস ট্রেন্ডের বাইরে থাকলেও, তাদের জনপ্রিয়তা কখনো কমে না। মেহজাবীনের এই কালো ডটেড পোশাক তার সিগনেচার স্টাইলের একটা অংশ, যেটি তার নরম কিন্তু প্রফেশনাল ব্যক্তিত্বকে পুরোপুরি প্রকাশ করে। পোশাকটি যেমন আউটডোর বা ক্যাজুয়াল পার্টি, তেমনি একটু ফর্মাল ইভেন্টেও পরা যেতে পারে।
দুর্দান্ত আউটফিটের সঙ্গে মিল রেখে মেহজাবীন হাতে রেখেছেন সাদা চ্যানেল ব্যাগ। শুধু ব্যাগই নয়, মেহজাবীনের মেকআপ এবং হেয়ারস্টাইলও ছিল আলাদা মাধুর্য।
মেহজাবীনের এই সাজ পোশাক শুধু ফ্যাশন নয়, বরং তার জীবনের একটি বিশেষ দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। এই লুক তার আত্মবিশ্বাস, উচ্চাকাঙ্ক্ষা এবং উজ্জ্বল ব্যক্তিত্বের পরিচায়ক। একজন সফল এবং আধুনিক নারী হিসেবে তার স্টাইল সব সময় ফ্যাশন ট্রেন্ডে থাকে। অভিনেত্রীর এই ফ্যাশন শুধুমাত্র পোশাক বা এক্সেসরিজের সমষ্টি নয়, বরং এটি একজন মানুষের ব্যক্তিত্বেরও প্রতিফলন।
এমআর/টিকে